• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইসিতে রাজনৈতিক সংলাপ: অস্ত্র উদ্ধার ও পেশিশক্তির ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষ প্রতিনিধি আজকের আবহাওয়ার খবর শেখ হাসিনার রায় ঘোষণায় সারাদেশে আনন্দ মিছিল নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, তল্লাশি-চেকপোস্ট বিবাহবার্ষিকীতে মৃত্যুদণ্ড পেলেন শেখ হাসিনা হাসিনার মৃত্যুদণ্ড: আপিল নিয়ে আইনে কী রয়েছে? শিক্ষাঙ্গন হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে মিষ্টি বিতরণ সারাদেশ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা নেই: ডিআইজি রেজাউল ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি টেলিভিশন আসলে কী ঘটেছিল মেহজাবীনের সঙ্গে, জানালেন অভিনেত্রী বিনোদন প্রতিবেদক ঢাকা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

‘প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়’

sagar crime reporter / ১৬২ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

‘প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়’

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫,

‘প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, প্রশাসনে এখন তিন ধরনের শক্তি সক্রিয়- একদলীয় প্রভাবশালী গোষ্ঠী, প্রতিস্থাপিত দলীয় গোষ্ঠী এবং নিরপেক্ষ থাকতে চাওয়া একটি ছোট পেশাজীবী গোষ্ঠী। নির্বাচন এই টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হবে।

তবে তিনি এও বলেন, হঠাৎ করে পুরো প্রশাসন পরিবর্তন করা সম্ভব নয়। সময় নিয়ে, ধীরে ধীরে স্থিতিশীলতা ও পেশাদারি গড়ে তুলতে হবে। সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অল্প কিছু অগ্রগতি হলেও তা যথেষ্ট নয়।

শুক্রবার সাংবাদিকদের জন্য আয়োজিত নির্বাচনি সংবাদ প্রতিবেদন-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি)।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার অবশ্যই সুরক্ষিত রাখতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের ‘অবহিত করার’ যে বাধ্যবাধকতা রাখা হয়েছে- সেটি হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারকে অবহিত করার পর তথ্য, ছবি ও ভিডিও নিতে পারবেন সাংবাদিকরা- এই নীতিমালা পরিবর্তনের দাবি জানান ইফতেখারুজ্জামান।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনসংক্রান্ত আইন ও নীতিমালায় কিছু পরিবর্তন আনা হলেও প্রত্যাশিত সংস্কার এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশাধিকারে যে শর্ত আরোপ করা হয়েছে, তা ঝুঁকি তৈরি করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৩ জুলাই গণমাধ্যম নীতিমালা জারি করে নির্বাচন কমিশন। নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈধ কার্ডধারী সাংবাদিক ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারকে অবহিত করার পর তথ্য, ছবি ও ভিডিও নিতে পারবেন। একসঙ্গে দুজনের বেশি সংবাদকর্মী ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না এবং ভেতরে সর্বোচ্চ ১০ মিনিট থাকতে পারবেন। ভোটকক্ষের ভেতরে নির্বাচনী কর্মকর্তা, এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

এ বাধা অপসারণ করা দরকার উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, সেটি না হলেও সাংবাদিকদের নিজেদের অবস্থান থেকে, আইন ও নীতিমালার মধ্যে থেকে, সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইফতেখারুজ্জামান বলেন, এসব দুর্বলতা মাথায় রেখেই সাংবাদিকদের কাজ করতে হবে। কোথায় আইন প্রয়োগ হচ্ছে, কোথায় ভোটারদের অধিকার নিশ্চিত হচ্ছে এবং কোথায় ব্যর্থতা ঘটছে—সেগুলো তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। এটি তাদের (সাংবাদিক) সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে এটি তাদের আইনগত অধিকার ও কর্তব্য।

তিনি আরও বলেন, আমরা যদি নিরপেক্ষভাবে, সত্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করি এবং স্বচ্ছতার দাবি অব্যাহত রাখি, তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আনার সুযোগ তৈরি করা সম্ভব।

রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ জন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি, যোগ করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ