দেশে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৪৭%
করোনাভাইরাস/সংগৃহীত
করোনাভাইরাস/সংগৃহীত
ইউএনবিইউএনবি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:১৯ পিএমআপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:১৯ পিএম
করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও ২১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এসব শনাক্ত হয়েছে। তবে এ সময় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
Time -9:58
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৪৭%।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ২০ লাখ ৫২,১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯,৫২১ জনের।