• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

রিপোর্টারের নাম : / ৫৪৯ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

বছরজুড়েই ভারতীয় সিনেমা পাড়ায় বক্স অফিসে দাপট দেখিয়েছে দক্ষিণী সিনেমা। প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুনরা মাতিয়ে রেখেছিল ২০২৪ সালের বলিউডের বক্সঅফিস।

আয়ের বিচারে সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা আছে ৪টি, বাকি সবই দক্ষিণী সিনেমা। প্রায় তিন বছর অপেক্ষা শেষে ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত সিনেমা ‘পুষ্পা ২’। প্রত্যাশামতো মুক্তির পরই ঝড় তুলেছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সিনেমাটি।

হিন্দি সিনেমায় এবার বাজিমাত করেছে হরর-কমেডি ঘরানার সিনেমা, তালিকাতেও সেই প্রতিফলন আছে। এই তালিকার তিন ও ছয়ে থাকা ‘স্ত্রী ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ হরর-কমেডি ঘরানার।

সেরা ১০ সিনেমার তালিকায় নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোনের প্রাধান্য চোখে পড়ার মতো। তালিকার দুইয়ে থাকা ‘কল্কি ২৮৯৮এডি’ ও তালিকার আটে থাকা ‘ফাইটার’ সিনেমার নায়িকা তিনি।

নায়কদের মধ্যে অনুমিতভাবেই শীর্ষে আছে আল্লু অর্জুনের সিনেমা। এই তালিকার সবচেয়ে চমকজাগানিয়া নাম ‘হনু-ম্যান’। গত ১২ জানুয়ারি মুক্তি পায় প্রশান্ত ভার্মার এই তেলেগু সিনেমা।

সুপারহিরো ঘরানার এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা। মাত্র ৪০ কোটি রুপি বাজেটের এ ছবি বক্স অফিসে প্রায় ৩০০ কোটি রুপি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে।

তালিকার পাঁচে আছে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনেত্রী সিনেমা ‘দেবারা’। ছবিটি ৪০০ কোটি রুপি বেশি ব্যবসা করেছে। এ ছবি দিয়ে অনেক দিন পর হিট সিনেমার দেখা পেলেন শ্রীদেবী-কন্যা।

সবচেয়ে বেশি আয় করা ১০ ভারতীয় সিনেমা

১. ‘পুষ্পা ২’—১ হাজার ৬৩১ কোটি রুপি (চলমান)

২. ‘কল্কি ২৮৯৮এডি’—১ হাজার ৫৪ কোটি রুপি

৩. ‘স্ত্রী ২’—৮৮৪ কোটি রুপি

৪. ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’—৪৬৪ কোটি রুপি

৫. ‘দেবারা’—৪২৮ কোটি রুপি

৬. ‘ভুল ভুলাইয়া ৩’—৪২১ কোটি রুপি

৭. ‘সিংহাম এগেইন’—৪০২ কোটি রুপি

৮. ‘ফাইটার’—৩৫৪ কোটি রুপি

৯. ‘আমরণ’—৩৪১ কোটি রুপি

১০. ‘হনু-ম্যান’—২৯৪ কোটি রুপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ