জাতীয়
শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫,
শ্রমিকদের বেতন মালিকদেরই দিতে হবে: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ফাইল ছবি।
সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন
টিএফআই সেলে গুম: প্রধান আসামি শেখ হাসিনা
টিএফআই সেলে গুম: প্রধান আসামি শেখ হাসিনা
উপদেষ্টা বলেন, শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে। শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
এছাড়া সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার সচেতন। তবে কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না বলেও নিশ্চিত করেন তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়